ঢাকা : জনপ্রিয় মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান মারা গেছেন। ‘ব্ল্যাক প্যানথার’-খ্যাত এই তারকার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। কোলন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বোজম্যান।
গতকাল শুক্রবার লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার। এসময় স্ত্রীসহ পরিবারকে পাশে পেয়েছিলেন বোজম্যান।
তার প্রচারকর্মী নিকি ফিউরাভান্তে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।
ক্যানসারের চিকিৎসা নিলেও নিজের অসুস্থতার কথা জনসমক্ষে প্রকাশ করেননি বোজম্যান।
এক বিবৃতিতে বোজম্যানের পরিবার জানিয়েছে, ২০১৬ সালে বোজম্যানের শরীরে কোলন ক্যানসার ধরা পড়ে। একজন সত্যিকারের যোদ্ধার মতো এতকিছুর মধ্য দিয়েও অনেক সিনেমায় অভিনয় করে গেছেন বোজম্যান, যেগুলো সবাই পছন্দ করেছে।
‘ব্ল্যাক প্যানথার’ ছাড়াও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোজম্যান। এসবের মধ্যে রয়েছে ‘গডস অব ইজিপ্ট’, ‘দ্য কিং হোল’, ‘মার্শাল’, ‘দা ফাইভ ব্লাডস’, ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’, ‘ম্যাসেজ ফ্রম দ্য কিং’ ইত্যাদি। সূত্র : সিএনএন
আগামীনিউজ/এসপি