বীরাঙ্গনা চরিত্রে রোজিনা

বিনোদন ডেস্ক জুলাই ৯, ২০২০, ০৬:৩০ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: ঢাকার সিনেমার সোনালি সময়ের নায়িকা ছিলেন রোজিনা। তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অ্যাকশন, ফোক ও সামাজিক এই তিন ধারার সিনেমায় নায়িকা হিসেবে তিনি ছিলেন সমান জনপ্রিয়। দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কলকাতায়ও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন রোজিনা।

তবে নতুন খবর হলো, দীর্ঘ ১৪ বছর পর আবারো চলচ্চিত্রে ক্যামেরার সামনে দাঁড়াতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা। ছবির নাম ‘ফিরে দেখা’। চলতি অর্থ বছরে এটি অনুদান পেয়েছেন। এতে বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করবেন তিনি। পরিচালনার পাশাপাশি এর কাহিনিও রচনা করেছেন রোজিনা।

এ প্রসঙ্গে রোজিনা বলেন, মুক্তিযুদ্ধের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করবো। বাস্তব ঘটনা অবলম্বনে ‘ফিরে দেখা’ নির্মিত হবে। আমার নানা বাড়ি গোয়ালন্দ আর দাদা বাড়ি রাজবাড়ী। এর মাঝের একটি বাড়িতে মুক্তিযুদ্ধের একটি ঘটনা ঘটে। এ ঘটনাই গল্পে উঠে আসবে। এখানে আমি বীরাঙ্গনা চরিত্রে অভিনয় করবো।

আগামীনিউজ/এমআর