ঢাকা: সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত। টিকটকেও জনপ্রিয় তিনি। এই প্ল্যাটফর্মে তার অনুরাগীর সংখ্যা ১৪ লাখেরও বেশি। কিন্তু মঙ্গলবার থেকেই গুগল প্লে বা অ্যাপল স্টোর খুললে আর দেখা মিলছে না এই জনপ্রিয় অ্যাপের। কারণ টিকটক-সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
এ প্রসঙ্গে নুসরাত বলেন, ভক্তদের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম টিকটক। দেশের স্বার্থে যদি এই অ্যাপ নিষিদ্ধ করা হয়, সে ক্ষেত্রে আমার পূর্ণ সমর্থন রয়েছে।
তবে যারা চীনা পণ্য আমদানি-রপ্তানি করে থাকেন তাদের কী হবে এই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। তার ভাষায় যেসব মানুষ চীন থেকে দ্রব্য আমদানি করেন তাদের কী হবে? এই দুঃসময়ে কি তারা কাজ হারাবেন?
তবে নুসরাত ভক্তদের মন খারাপের কিছু নেই। কারণ তিনি কথা দিয়েছেন টিকটক বন্ধ হলেও ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে ভালোবাসা ভাগ করে নেবেন।
আগামীনিউজ/এমআর