র্বতমান সময়ের একজন সফল ও ব্যস্ত অভিনেতা সিয়াম আহমেদ। মডেলিং দিয়ে মিডিয়া ক্যারিয়ার শুরু করলেও একসময় অভিনয়ে নাম লেখান সিয়াম আহমেদ। নাটক থেকে এখন সিনেমায় ব্যস্ত এ অভিনেতা। করোনাভাইরাসের প্রভাব হওয়ার পরও তিনি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের একটি ছবির শুটিং করছিলেন। নদীতে ভাসমান অবস্থায় একটি লঞ্চে এর শুটিং চলছিল। সাধারণ ছুটি ঘোষিত ও সবধরনের কাজকর্ম বন্ধ হওয়ার পরও এ ছবির শুটিং চলতে থাকায় বেশ সমালোচনা তৈরি হয়। এরপর চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের হস্তক্ষেপে ছবির শুটিং বন্ধ করা হয়। তারপর থেকে রাজধানীর নিজ বাসায় ফিরে হোম কোয়ারেন্টিনে আছেন এ অভিনেতা। বর্তমানে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরুর ঘোষণা থাকলেও সহসাই অভিনয়ে ফিরছেন সিয়াম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনাভাইরাসের প্রভাব আগের চেয়ে এখন বেশি। প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে এর সংক্রমণ। আমি যদি এ পরিস্থিতিতে কাজে যাই, তাহলে আমার পরিবারের সদস্যরা স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়তে পারে। তাই এখনই শুটিংয়ে ফেরার কোনো পরিকল্পনা নেই আমার। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেব।’ অন্যদিকে ছয়টি ছবির কাজ হাতে রয়েছে এ অভিনেতার। এগুলোর মধ্যে বেশিরভাগ ছবির কাজই শেষের পথে। ছবিগুলো হচ্ছে ‘অপারেশন সুন্দরবন’, ‘পাপপুণ্য’, ‘শান’, ‘ইত্তেফাক’ ও ‘স্বপ্নবাজী’। এছাড়া ‘বিশ্বসুন্দরী’ নামে তার অভিনীত নতুন একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে।
আগামীনিউজ/জেএস