ঢাকা: উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি এখন বেশ সুস্থ রয়েছেন। বর্তমানে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন দেশের প্রখ্যাত এ সংগীত শিল্পী।
রেজওয়ানা চৌধুরী বন্যা গণমাধ্যমকে জানিয়েছেন, ১২ জুন আমি করোনায় আক্রান্ত হই। এরপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থবিধি মেনে বাসায় থাকছি এবং আক্রান্তের তিন থেকে চারদিন পরই শারীরিকভাবে সুস্থতাবোধ করি। এখন আর কোনো ধরনের করোনা উপসর্গ আমার মধ্যে নেই। আমি এখন বেশি ভালো আছি। আগামী মঙ্গলবার দ্বিতীয়বারের মত তার নমুনা নেওয়া হবে পরীক্ষার জন্য। এবারে রিপোর্ট নেগেটিভ আসবে বলেও আশা প্রকাশ করেন রেজওয়ানা চৌধুরী বন্যা।
সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার পান রেজওয়ানা চৌধুরী বন্যা। এছাড়াও দেশে ও দেশের বাইরে নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বন্যা।
আগামীনিউজ/এমআর