ঢাকা: মহামারি করোনার কারণে দীর্ঘ তিন মাস ধরে ঘরবন্দি রয়েছেন লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তবে সাম্প্রতিক সময়ে শুটিংয়ের অনুমতি পেয়ে কেউ কেউ শুটিংয়ে ফিরেছেন। কিন্তু এই পরিস্থিতিতে এখনই শুটিংয়ে ফিরতে নারাজ এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে মিম বলেন, করোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে। এর মধ্যে শুটিংয়ে অংশ নিতে মোটেও প্রস্তুত নই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করব। ‘পরাণ’ সিনেমার শুটিং শেষ। এখন ডাবিংয়ের অপেক্ষায় আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি কাজটুকু শেষ করব।
ঘরবন্দি সময়ের কথা জানিয়ে মিম বলেন, একদমই বাসা থেকে বের হই না। বাসায় নিজেকে ও পরিবারকে সময় দিচ্ছি। এছাড়া সিনেমা দেখা ও নিজের ইউটিউবের জন্য কাজ করছি।
আগামীনিউজ/মিজান