দুমাস বাড়িতে আটকে আছেন পপি

বিনোদর ডেস্ক মে ১৬, ২০২০, ০১:৫১ পিএম
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি

ঢাকা: প্রথম সিনেমায় অভিনয় করেই দর্শকের ভালোবাসা কুড়ান তিনি।  সিনেমার নাম ছিল ‘কুলি’ । এরপর ‘আমার ঘর আমার বেহেশত’, ‘বিদ্রোহ চারিদিকে’, ‘লাল বাদশা’, ‘বস্তির রানী সুরিয়া’, ‘গঙ্গাযাত্রা’, ‘গার্মেন্টস কন্যা’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। স্বীকৃতি হিসেবে তার হাতে উঠেছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলছি চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির কথা।

চলচ্চিত্রে পা রাখার পর থেকে এতটাই ব্যস্ত ছিলেন যে ঈদের একদিন বা দুদিন আগে বাড়ি ফিরতে হয়েছে। দীর্ঘ পঁচিশ বছর পর এবার ঈদুল ফিতরের দুমাস আগে নিজের গ্রামের বাড়ি গিয়েছেন এই নায়িকা।

এ প্রসঙ্গে পপি  বলেন, ‘লকডাউনের আগেই বাড়ি আসছি। এখানে এসে আটকে গিয়েছি। ঈদের পর ঢাকায় ফিরবো। প্রতিবার ঈদের এক দু’দিন আগে বাড়ি আসি। দীর্ঘ ২৫ বছর পর ঈদের দু মাস আগে বাড়ি আসছি। এখানে এসে ভালোই লাগছে। খোলা পরিবেশ।’

চলচ্চিত্রাঙ্গনে এখন তার চলার পথ অনেকটাই মলিন। আগের মতো ব্যস্ত সময় পার করেন না তিনি। বেছে বেছে অনিয়মিতভাবে কাজ করছেন এই অভিনেত্রী।

আগামী নিউজ/বাবুল