হাজার পরিবারের দায়িত্ব নিলেন রজনীকান্ত

বিনোদন ডেস্ক এপ্রিল ২৪, ২০২০, ০৩:৪৭ পিএম
রজনীকান্ত

ঢাকা: এক হাজার পরিবারের খাওয়ার দায়িত্ব নিলেন অভিনেতা রজনীকান্ত। রজনীকান্তের ফ্যান ক্লাবও পাশে দাঁড়াচ্ছে দুর্গতদের। দেশের সমস্ত তারকা শিল্পীরাই দুর্দিনে দুর্গতদের পাশে। করোনা সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সালমান খান, শাহরুখ খান, আমির খান, বরুণ ধাওয়ানসহ অনেক বলিউড শিল্পীই সাধ্যমতো অনুদান দিয়েছেন। এই তালিকায় আছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্তও। ৫০ লাখ টাকা অনুদান দেওয়ার পরেও তিনি ত্রাতা হাজার শিল্পী পরিবারের। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দৈনিক পারিশ্রমিকে কাজ করা শিল্পীদের পাশে দাঁড়ালেন তিনি।

লকডাউনে তাদের ঘরে পৌঁছে দিলেন রেশন। করোনা রোধে সমস্ত ছবির শুটিং বন্ধ। এমন পরিস্থিতিতে সুপারস্টার রজনীকান্তের এই ব্যক্তিগত উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। পাশাপাশি, তার ফ্যান ক্লাবের সদস্যরাও নিয়মিত সাহায্য করার চেষ্টা করছেন অসহায়দের। নিরন্নদের মুখে অন্ন, বাড়িতে শাকসবজি, চাল, দুধের প্যাকেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস পৌঁছে দিচ্ছেন তারা। ভারতে ক্রমশই করোনা আক্রান্তের  সংখ্যা বাড়ছে। 

এমন সময়ে রজনীকান্তের এমন উদ্যোগ প্রশংসিত হচ্ছে ভারতজুড়ে। এ বিষয়ে এ তারকা বলেন, আমি চাই না আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির কোন মানুষ না খেয়ে থাকুক। এখন সব কাজ বন্ধ। তাই অনেক মানুষ বিপাকে পরেছেন। তাদের ঘরে খাবার নেই। চেষ্টা করছি যতটুকু সম্ভব করার। যতদিন করোনা থাকবে ততদিন সহযোগিতা অব্যাহত থাকবে আমার। আমি সবাইকে বলবো সামর্থ্য অনুযায়ী নিম্ন আয়ের মানুষের পাশে দাড়াতে।

আগামী নিউজ/বাবুল