ঈদ মাতাবে শাকিব-বুবলীর ‘বিদ্রোহী’

বিনোদন ডেস্ক মার্চ ১৭, ২০২০, ০১:১৫ পিএম
শাকিব খান-বুবলী

ঢাকা: এবারের ঈদ মাতাবে সুপারস্টার শাকিব খান ও বুবলী অভিনীত নতুন সিনেমা ‘বিদ্রোহী’। সম্প্রতি সিনেমাটি আনকার্ট সেন্সর ছাড়পত্র পেয়েছে। সিনেমার সেলিম খান বলেন, সোমবার বিকেলে ‘বিদ্রোহী’ আনকাট সেন্সর হওয়ার খবর পেয়েছি। চলতি সপ্তাহে আনকাট সেন্সর ছাড়পত্র হাতে পাব।

শাহীন সুমনের পরিচালনায় ২০১৮ সালে শুরু হয়ে ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং, যা শেষ হয় গতবছর। শুটিংয়ের শেষ দিকে পরিচালক জানান, নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ক্রিমিনাল’।

তবে সেন্সর লাভ করেছে ‘বিদ্রোহী’ নামে। প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ছবি সেন্সর হয়েছে ‘বিদ্রোহী’ নামে এবং শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজক ও পরিচালকের নাম রয়েছে সেলিম খানের।

 সেলিম খান আরও বলেন, শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘বিদ্রোহী’ উৎসর্গ করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মদিনে মঙ্গলবার (১৭ মার্চ) একটি চমক দেওয়া হবে। আর ‘বিদ্রোহী’ আসন্ন রোজার ঈদে মুক্তি দেয়া হবে।

‘বিদ্রোহী’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, অমিত হাসান, শিবা সানু, ডন, সাবেরী আলম, মৃদুলা প্রমুখ।


আগামীনিউজ/বিআর