ঢাকা: নয়ের দশকে বলিউডে কার্যত দাপিয়ে বেড়াতেন কারিশমা কাপুর। গোবিন্দা, সালমন খান-সহ একাধিক নায়কের সঙ্গে হিট ছবি দিয়েছেন অভিনেত্রী। একের পর এক ছবি সই করেছেন তিনি। তবে এর পিছনে অভিনেত্রীর প্রতিভা যতটা না ছিল, তার চেয়ে বেশি ছিল প্রযোজক-পরিচালকদের সঙ্গে ঘনিষ্ঠতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন রাবিনা ট্যান্ডন। যদিও একবারের জন্যও কারিশমার নাম করেননি তিনি। শুধু বলেছেন, “আমি ওই নায়িকার নাম নেব না। কিন্তু তিনি আমাকে চারটি ছবি থেকে বের করে দিয়েছিলেন। আমি ওর সঙ্গে একটা ছবি করেছি। ওই নায়িকার সঙ্গে প্রযোজক ও পরিচালকদের ঘনিষ্ঠতা ছিল। তাই এসব ঘটেছে। কিন্তু আমি কখনও এমন করিনি।” শোনা যায়, নয়ের দশকের গোড়ার দিকে অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক ছিল কারিশ্মা কাপুরের। কারিশ্মা চাননি অজয় রাবিনার সঙ্গে কোনও ছবি করুন। তাই ‘এক হি রাস্তা’, ‘দিলওয়ালে’ ও ‘গের’ যখন হিট করে, বেঁকে বসেন কারিশমা।
সম্প্রতি হোলির অনুষ্ঠানে শাহরুখের বাড়িতে রাবিনার সঙ্গে ছবি তুলে অস্বীকার করেন কারিশ্মা কাপুর। রাবিনাও যে রাজি হয়েছিলেন, এমন নয়। রাবিনা তখন জানিয়েছিলেন, “কারিশ্মার সঙ্গে ছবি তুললেই আমি আজ সুপারস্টার হয়ে যাব, তা তো নয়। অজয়ের ক্ষেত্রেও একই কথা খাটে। পেশাগত দিক থেকে অজয় ও কারিশমার সঙ্গে কাজ করতে আমার কোনও আপত্তি নেই।” বোঝাই যাচ্ছে, এখনও দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কের বরফ গলেনি।
আগামীনিউজ/বিআর