ঢাকা: শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছিল ফিল্ম ক্লাবের পিকনিক। মহা আনন্দে দিনটি উপভোগ করেছিল ক্লাবের সদস্যরা। পিকনিক থেকে ফিরে নায়ক ওমর সানী তার ফেসবুক ক্ষুদে বার্তায় যা লিখেছেন তা হুবহু তুলে ধরা হল আগামীনিউজ পাঠকের জন্য।
সানী লিখেছেন , থেকে হয়ে গেল বিশাল মিলন মেলা, পিকনিক, আর এটা সম্পূর্ণ কৃতিত্ব মৌসুমীর, আমাদের ফুল ক্যাবিনেট , এবং হেরিটেজ রিসোর্টর কর্ণধার রাজু ভাই, ফিল্ম ক্লাবের সকল সদস্যদের কে অভিনন্দন, শুভেচ্ছা, ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আবারো শুভেচ্ছা মৌসুমিকে।
জানা গেছে, অনেকদিন পর অমিত হাসান ও ওমর সানীর আয়োজনে সুন্দর একটি পিকনিক অনুষ্ঠিত হল যা সকলের কাছে প্রশংসনীয়।
পিকনিক থেকে ফিরে এসে ফ্যাশনডিজাইনার আনিসুজ্জামান লিখেছেন, অনেক সুন্দর একটি পিকনিক উপভোগ করলাম। যেমন ছিল লোকেশন তেমনি ছিল তারকাদের মিলন মেলা। সত্যি আমি অভিভূত সানী। এতো সুন্দর পরিবেশে সাজানো গোছানো একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করলাম।
সানী তোর ও অমিত হাসানের উপস্থাপনা ছিল চমৎকার। তোর আর ঢালিউড কুইন পপির নৃত্য ছিল এই বছর ২০২০ সালের এখন পর্যন্ত সেরা নৃত্য।
প্রিয়দর্শিনি মৌসুমী ভাবি ও কিংখাঁন শাকিব খাঁনের গান ছিল উপভোগ করার মতো। চির সবুজ নায়ক আলমগীর স্যারের গান ও ছিল অসাধারন। ফিল্ম ক্লাবের এতো সুন্দর একটি পিকনিক উপহার দেওয়ার জন্য আমি সম্পূর্ন কৃতিত্ব দিতে চাই আমাদের চোঁখের মনি প্রিয়দর্শিনি মৌসুমী ভাবিকে।
মৌসুমী ভাবির জন্য এতো সুন্দর লোকেশনে এতো সুন্দর পরিবেশে আমরা সুন্দর একটি পিকনিক উপভোগ করলাম। অনেক অনেক ধন্যবাদ প্রিয়দর্শিনি মৌসুমী ভাবি।
বন্ধু সুপারস্টার ওমর সানী ও সুপারস্টার অমিত হাসান তোমরা এই ফিল্ম ক্লাবের দায়িত্ব নেবার পরে এই প্রথম একটি সুন্দর পিকনিক আমাদের উপহার দিলে। এই জন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমাদের জন্য অনেক অনেক দোয়া ভালবাসা ও শুভ কামনা বন্ধু ওমর সানী ও অমিত হাসান।
আগামীনিউজ/বিআর