ঢাকা: ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমা ‘গণ্ডি’ দেখে প্রশংসা করলেন চিফ হুইপ ও শিক্ষামন্ত্রী। গত ৭ ফেব্রুয়ারি ১৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘গণ্ডি’ সিনেমা। সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী অভিনীত এ সিনেমা দেখলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গত ১৪ ফেব্রুয়ারি নগরীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সের ভিআইপি হলে সিনেমাটি দেখেন তারা। এছাড়া আরো কয়েকজন মহিলা সাংসদ সিনেমাটি দেখেন। উপস্থিত প্রত্যেকে সিনেমাটির প্রশংসা করেন।
নূর-ই-আলম চৌধুরী বলেন, ‘অনেকদিন পর সিনেমা হলে এসে কোনো চলচ্চিত্র দেখলাম। সিনেমাটি বেশ ভালো লেগেছে। আমি মনে করি, এই ধরণের গল্প নিয়ে আরো সিনেমা নির্মিত হওয়া প্রয়োজন। আমার বিশ্বাস, দর্শকদের মন জয়ের পাশাপাশি এটি ব্যবসায়ীকভাবেও সফল হবে।’
ডা. দীপু মনি বলেন, ‘ইউটিউবে সিনেমাটির ট্রেইলার দেখার পরই মনে মনে চিন্তা করেছিলাম সিনেমাটি দেখব। পরে সুবর্ণা মুস্তাফাকে বলি। আমার বেশ ভালো লেগেছে। সিনেমাটিতে দারুণ একটি বিষয় রয়েছে, যা প্রত্যেকের দেখা উচিত।’
এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সুবর্ণা মুস্তাফা। এ অভিনেত্রী বলেন, ‘আমার খুব ভালো লাগছে জাতীয় সংসদের চিফ হুইপ, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বর্তমান সংসদের অনেক সদস্য সিনেমাটি দেখতে এসেছিলেন। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার। তারা প্রত্যেকেই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।’
অন্যদিকে পরিচালক ফাখরুল আরেফীন খান বলেন, ‘এটা আমার জন্য পরম সৌভাগ্যের। আমার মতো নবীন একজন চলচ্চিত্র নির্মাতার সিনেমা একসঙ্গে দেখেছেন দেশের গুণী ব্যক্তিরা। আমি তাদের কাছে কৃতজ্ঞ।’
৫৫ ও ৬৫ বছর বয়েসি দুজন নারী-পুরুষের বন্ধুত্ব নিয়ে গড়ে উঠেছে এ সিনেমার কাহিনি। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়। পরিবার ও আশেপাশের মানুষ বিষয়টি কীভাবে নেন তা উঠে এসেছে এই চলচ্চিত্রে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করেছেন শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা প্রমুখ।
আগামীনিউজ/বাবুল