ঢাকা: অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা পরিচালকের পুরস্কার বিজয়ী হলেন বঙ জুন-হো। ‘প্যারাসাইট’ নির্মাণের জন্য এই পুরস্কার ঘরে তুললেন বঙ জুন-হো।
সেরা পরিচালক বিভাগে বঙ জুন-হোর পাশাপাশি আরও মনোনয়ন পেয়েছিলেন স্যাম মেন্ডেস (নাইনটিন সেভেন্টিন), মার্টিন স্করসেজি (দ্য আইরিশম্যান), টড ফিলিপস (জোকার), কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড)।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে ৯ জানুয়ারি রাতে (বাংলাদেশ সময় অনুযায়ী ১০ ফেব্রুয়ারি সকাল) শুরু হয় চলচ্চিত্রের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯২তম আয়োজন।
প্রতি বছরের মতো এবারও সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনয়শিল্পী, সেরা প্রামাণ্যচিত্রসহ ২৪টি বিভাগে পুরস্কার দিচ্ছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।
এবিসি নেটওয়ার্কের মাধ্যমে এই আয়োজন সরাসরি সম্প্রচার হচ্ছে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে। বাংলাদেশের দর্শকরা ভোর ৬টা থেকে স্টার মুভিজ ও স্টার মুভিজ এইচডি চ্যানেলে দেখতে পারছেন এবারের অস্কার অনুষ্ঠান।
আগামীনিউজ/বাবুল