এবারের অস্কারের টিকেটের দাম কতো?

বিনোদন ডেস্ক ফেব্রুয়ারি ৮, ২০২০, ০১:৩৯ পিএম

ঢাকা: ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। থাকবেন অনেক সিনেমাপ্রেমীও। এবছর শুধুমাত্র আমন্ত্রিতরাই আসতে পারবেন। তাই কোনো তারকার বন্ধু না হলে ঢোকা যাবে না বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই অনুষ্ঠানে।

‘পেইন অ্যান্ড গ্লোরি’ ছবির জন্য অ্যান্টোনিও ব্যান্ডারাস সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন এবার। গত সপ্তাহে তিনি জানিয়েছেন অস্কারের টিকেটের দাম। এবছরের অস্কারের প্রতিটি টিকেটের দাম ৭৫০ ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে তেষট্টি হাজার টাকা।

তিনি জানিয়েছেন, একজন তারকা মোট চারটি সিট পাবেন। অতিথিদের জন্য তো বটেই, নিজের জন্যও ৭৫০ ডলার দিতে হবে তাকে।

তবে গ্ল্যামারাস অস্কারের আসরের টিকেট না পেলেও সমস্যা নেই। প্রতিবারের মতোই বাড়িতে বসে কোনো অর্থ খরচ করা ছাড়াই অস্কারের অনুষ্ঠানটি টিভির পর্দায় দেখা যাবে।


আগামীনিউজ/বাবুল