ঢাকা : আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। ভোটাররা সকাল থেকেই ভোট প্রয়োগ করলেও ভোট দেয়া নিয়ে শঙ্কায় রয়েছেন নন্দিত তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী।
বেলা ১১টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের উত্তরা হাই স্কুলে ভোট দেয়ার কথা রয়েছে তাদের। কিন্ত গাড়ি না চলায় ভোট দিতে যেতে পারবেন কি না সেই শঙ্কায় রয়েছেন মৌসুমী-সানী।
ওমর সানী আগামীনিউজকে বলেন, আমি ও মৌসুমী উত্তরার ভোটার তবে আমার বাসা গুলশান। গাড়ি বন্ধ করে দেয়ায় ভোট দিতে যাওয়া কঠিন হয়ে পড়েছে আমার জন্য। কী করব, কীভাবে যাব, বুঝতে পারছি না।
তিনি আরো বলেন, ভোটের পর ঠিকানা পরিবর্তন করে আগামীতে গুলশানে ভোট প্রয়োগ করব। ওমর সানীর চাওয়া যোগ্য লোক নির্বাচিত হয়ে আগামীতে একটি সুন্দর পরিচ্ছন্ন ঢাকা শহর উপহার দেবেন।
আগামীনিউজ/বিআর/এনএনআর