ফরিদপুরঃ ফরিদপুরের মধুখালীতে মাওলানা আবুল খায়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৪ আগস্ট) সকালে এ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করেন প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আবুল খায়ের।
আবুল খায়ের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা জাকারিয়া বলেন, ভালো মানুষ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিক শিক্ষার প্রসার ঘটাতে হবে এর কোন বিকল্প নেই। তাই ‘ভালো মানুষ গড়া’ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও পবিত্র দায়িত্ব হওয়া উচিত। এই লক্ষ্য অর্জনের জন্য লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পাশাপাশি শিক্ষা কার্যক্রমে সুপরিকল্পিত নৈতিকতা শিক্ষা ও ধর্মীয় অনুশীলন অত্যন্ত জরুরি।
তিনি আরও বলেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন এই প্রতিষ্ঠানের উন্নয়নে জন্য কাজ করে যাব। শিক্ষায় জাতির মেরুদন্ড। যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত। তাই তিনি ছাত্র-ছাত্রীদের সু-শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির উদ্দীন শেখ, ইউপি সদস্য সুবোধ কুমার পাল ও শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এমআইসি