প্রধানমন্ত্রীর আশ্বাস ব্যতীত ঘরে ফিরবেন না শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২৩, ০৩:২০ পিএম

ঢাকাঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়— সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা। একই সঙ্গে দাবি আদায় না হলে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ও আশ্বাস ব্যতীত কর্মসূচি প্রত্যাহার করবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

শুক্রবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলমান রাখেন শিক্ষকরা। বরাবরের মতো এ সময়েও পল্টন থেকে প্রেস ক্লাবমুখী রাস্তা বন্ধ থাকে।

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষকরা বলছেন, শিক্ষামন্ত্রীর সাথে আমাদের বৈঠক যথোপযুক্ত হয়নি। সেদিন বৈঠকে যাওয়ার পর আমাদের স্বাধীনতাবিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে। আমাদের দাবি এখন একটাই, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ এবং তার আশ্বাস ব্যতীত আমরা ঘরে ফিরব না।

এর আগে গত বুধবার জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী।‌ বৈঠক‌ শেষে তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা সম্ভব নয়। নির্বাচনের পর এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে।

সে সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে দুটি কমিটি গঠন, মাধ্যমিক পর্যায়ের স্কুলের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সঙ্গে সমন্বয়করণ, ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান ও মূল্যায়ন শেষ করারও নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

বুইউ