এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি 

নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২০, ০২:৩৮ পিএম

ঢাকা : আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে নিজ মন্ত্রণালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেন। এ সময় প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেয়ার আহ্বান জানায় শিক্ষামন্ত্রী। 

উল্লেখ্য, এ বছর এসএসসি পরীক্ষায় সারা দেশে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন, অনিয়মিত ৩ লাখ ৬১ হাজার ৩২৫ জন। আর বিশেষ পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবে ২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন। গত বছরের তুলনায় এবার ৮৭ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী কমেছে। তবে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৬৪ হাজার ৩৮২ জন ছাত্রী বেশি। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠান বেড়েছে ২০২টি।

আগামী নিউজ/এমআর /এনএনআর