মেডিকেলে ভর্তি : সরকারি ৮ মে, বেসরকারি ১৪ জুলাই থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৩, ২০২২, ০৩:৩২ পিএম

ঢাকাঃ সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি শুরুর তারিখ চূড়ান্ত হয়েছে। সরকারি মেডিকেলে আগামী ৮ মে থেকে এবং বেসরকারিতে আগামী ১৪ জুলাই থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত আলাদা দুই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মো. আবদুল কাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রতি সদয় দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, ২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি/বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থী ভর্তির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা নির্দেশক্রমে নিম্নরূপভাবে অনুমোদন করা হলো।’

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তি কার্যক্রম ৮ মে থেকে শুরু হয়ে ১৮ মে পর্যন্ত চলমান থাকবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ আগস্ট। 

অপরদিকে বেসরকারি মেডিকেল কলেজসমূহে আগামী ১৬ জুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আবেদনপত্র বিতরণ শুরু হবে ২১ জুন। আবেদনপত্র জমা নেওয়ার শেষ তারিখ ৩ জুলাই। আবেদনের পরিপ্রেক্ষিতে একইমাসের ৭ তারিখ কোটাভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে। পরে ১৪ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম পরিচালতি হবে এবং সরকারি মেডিকেলের সাথে একইসঙ্গে ৮ আগস্ট ক্লাস শুরু হবে। 

এর আগে, গত ১ এপ্রিল সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এমবিবিএস ভর্তি পরীক্ষা হয়। এবার পরীক্ষার জন্য আবেদন করেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন।

পরে গত ৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে ৭৯ হাজার ৩৩৭ পরীক্ষার্থী পাস করেছেন। এ বছর পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। এর মধ্যে সরকারি মেডিকেলে ৪ হাজার ৩৫০ আসনের জন্য ৪ হাজার ২৩০ জন সুযোগ পেয়েছেন। এর মধ্যে ছেলে ১ হাজার ৮৮৫ ও মেয়ে ২ হাজার ৩৪৫ জন।

এমএম