জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রথম পর্ব পরীক্ষার ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ৮, ২০২২, ১০:১৮ এএম

ঢাকাঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৯০ জন। পাসের হার ৬৯ দশমিক ২৭ শতাংশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালের মাস্টার্স প্রথম পর্ব (পুরাতন সিলেবাস) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ২৭টি বিষয়ে ১২ হাজার ৪০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রকাশিত ফল অনুযায়ী মোট উত্তীর্ণ হয়েছেন ৮ হাজার ৫৯০ জন।

পরীক্ষার ফল রাত ৮টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd বা www.nubd.info) থেকে জানা যাবে।

আগামীনিউজ/এমবুইউ