ঢাকাঃ বেসরকারি স্কুল-কলেজের (এমপিওভুক্ত) শিক্ষক-কর্মচারীর জানুয়ারি মাসের বেতন ছাড় করা হয়েছে।
বুধবার (২ ফেব্রুয়ারি) মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) বিপুল চন্দ্র বিশ্বাসের সাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারির বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
এদিকে, মাউশিতে মহাপরিচালকের পদশূন্য থাকায় জানুয়ারি মাসে শিক্ষক-কর্মচারীদের নির্ধারিত সময়ে বেতন-ভাতা পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। নিয়ম অনুযায়ী, মহাপরিচালকের পদ শূন্য থাকলেও পরিচালক (কলেজ ও প্রশাসন) রুটিন দায়িত্বপালন করে থাকেন। কিন্তু তাকে আর্থিক সংশ্লিষ্ট ক্ষমতা না দেওয়ায় সব আর্থিক কাজের স্থবিরতা তৈরি হয়। পরে গত ৩১ জানুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নেহাল আহমেদকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়ায় নির্ধারিত সময়ে বেতন-ভাতা ছাড় দেওয়া হয়েছে।
আগামীনিউজ/বুরহান