ঢাকাঃ দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৯৩টি। শিক্ষক রয়েছেন প্রায় ৪ লাখ। মানুষ গড়ার কারিগর এসব শিক্ষকদের দৈনিক টিফিন ভাতা মাত্র সাড়ে ৬ টাকা। সরকারের দেয়া এ বরাদ্দে বেজায় ক্ষুব্ধ শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে প্রাথমিক শিক্ষকদের মাসিক টিফিন ভাতা বাবদ ২০০ টাকা করে দেওয়া হয়। দৈনিক হিসেবে যা ৬ টাকা ৬৬ পয়সা।
শিক্ষকরা বলছেন, সামান্য এই টাকা দিয়ে নাস্তাতো দূরের কথা এক কাপ চা পাওয়া যায় না। এটাকে অসম্মান বলে মনে করেন তারা।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি রাজেশ মজুমদার বলেন, আমাদের দেশে ব্যাংক, বিমাসহ অন্যান্য প্রতিষ্ঠানে লাঞ্চ ভাতা বাবদ পর্যাপ্ত টাকা দেয়া হয়। সে তুলনায় প্রাথমিকের শিক্ষকরা রীতিমতো বৈষম্যের শিকার। তাই টিফিন ভাতার পরিবর্তে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মতো প্রাথমিক শিক্ষকদেরও দৈনিক লাঞ্চ ভাতা দেওয়ার দাবি জানান তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম জানান, অবশ্যই এই টাকা খুবই কম। বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এটি বাড়ানোর এখতিয়ার আমাদের নেই। আমরা বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব।
আগামীনিউজ/নাসির