অনলাইনে পরীক্ষার দাবিতে মানববন্ধন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা

মকিবুল মিয়া,সরকারি বাঙলা কলেজ প্রতিনিধি আগস্ট ২৫, ২০২১, ১২:০৪ এএম
ফাইল ছবি

ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স ২০১৭-১৮,১৮-১৯ ও ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থীরা  তিন দফা দাবিতে মানববন্ধন করবে।

আগামী ২৬ আগস্ট সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধনের ঘোষণা দিয়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলন আহ্বায়ক সদস্য ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু। 

তিনি বলেন, আমরা আজকে এই তিন দফা দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম। সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে, সাত কলেজের শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেয়ার সক্ষমতা নেই। অথচ আমাদের অধিকাংশ শিক্ষার্থীই অনলাইনে পরীক্ষা দেয়ার জন্য প্রস্তুত। তাই আমাদের এই দাবি পূরণের জন্য মানববন্ধন করব। মানববন্ধনে অনলাইন প্লাটফর্ম গুগোল মিটেও সাধারণ শিক্ষার্থীরা আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন। 

তিন দফা দাবি হচ্ছে, স্নাতক ২০১৭-১৮, ১৮-১৯, ১৯-২০ সেশনের সকল পরীক্ষা স্ব স্ব  কলেজের নিজস্ব ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে অনলাইনে নিতে হবে। প্রকাশিত রুটিনের কোনো পরীক্ষা স্থগিত করা যাবে না এবং  ৯০ দিনের  মধ্যে ফলাফল দিতে হবে। ৮ মাসে সেশন করে একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস প্রকাশ করতে হবে।

তবে এ মানববন্ধনের বিরোধিতা করেছেন একই শিক্ষাবর্ষ গুলোর শিক্ষার্থীরা।সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী সাকিব বলেন, আমাদের বয়স বেড়েই চলছে।আমরা সেশনজট পড়ে আছি দীর্ঘ ২ বছর। আমি চাই অনলাইনে বা অফলাইনে যেটাই হোক আমাদের পরিক্ষা দ্রুত হোক। অনলাইনে পরিক্ষা দেওয়ার মতো সাত কলেজের অনেক শিক্ষার্থীদের সামর্থ্য নেই।সুতরাং সশরীরে পরীক্ষা হওয়ায় ভালো।

এর আগে গত ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও সাত কলেজের প্রধান সমন্বয়কারী অধ্যাপক এএসএম মাকসুদ কামালের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের সভায় সাত কলেজের স্থগিত পরীক্ষা ও ফরম পূরণ হওয়া পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্থগিত পরীক্ষার সময়সূচিও ঘোষণা করেছে। যেগুলো স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর থেকে।