ঢাকাঃ বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকা পেতে মিরপুর সরকারি বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শেষ করে দ্বিতীয় ধাপে অনাবাসিক শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এরই মধ্যে শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক উল্লেখ করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাঙলা কলেজ প্রশাসন।
রবিবার (২৫ জুলাই) বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান পপি স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে অনাবাসিক শিক্ষার্থীদের এই নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনাবাসিক শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়ার লক্ষ্যে একাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ : ২০২০-২১), দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ : ২০১৯-২০), অনার্স প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ : ২০১৯-২০), অনার্স দ্বিতীয় বর্ষ (শিক্ষাবর্ষ : ২০১৮-১৯), অনার্স তৃতীয় বর্ষ (শিক্ষাবর্ষ : ২০১৭-১৮), অনার্স চতুর্থ বর্ষ (শিক্ষাবর্ষ : ২০১৬-১৭), অনার্স চতুর্থ বর্ষ {পুরাতন} (শিক্ষাবর্ষ : ২০১৫-১৬), মাস্টার্স শেষ পর্ব (শিক্ষাবর্ষ : ২০১৭-১৮ ও ২০১৮-১৯) এবং ডিগ্রি (পাস) শিক্ষার্থীদের আগামী ২৬ জুলাই, ২০২১ তারিখ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে টিকার রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য অনলাইনে http//:
www.eshiksabd.com/bc/ এই ঠিকানায় প্রবেশ করে ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহারের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে User Name : bcstudent এবং Password : bcstudent ব্যবহার করে প্রয়োজনীয় সকল তথ্যসমূহ সরকারি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নিমিত্তে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নির্দেশনা দিয়ে ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, যাদের এনআইডি কার্ড আছে তাদের এনআইডি বাধ্যতামূলক, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের এসএসসির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জন্ম নিবন্ধন নম্বর (১৭ডিজিট), ডিগ্রি (পাস), অনার্স ও মাস্টারের শিক্ষার্থীদের DU রেজিস্ট্রেশন নম্বর বাধ্যতামূলক এবং শিক্ষার্থীদের মোবাইল নম্বর ও সকল তথ্য সঠিকভাবে পূরণ না করলে রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য করা হবে।
এছাড়া বিজ্ঞপ্তিতে বাঙলা কলেজের বিভাগীয় প্রধানদের স্ব স্ব বিভাগের অনাবাসিক শিক্ষার্থীদের ও নিবিড় পর্যবেক্ষণ কমিটিকে দ্বাদশ শ্রেণির অনাবাসিক শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।