কুষ্টিয়াঃ আবাসিক হল, পরিবহন এবং বিভাগের যাবতীয় ফি মওকুফের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।
সোমবার (২৮ জুন) দুপুরে ট্রেজারার ড. আলমগীর হোসেনের কাছে এ স্বারকলিপি প্রদান করে তারা। এতে শিক্ষার্থীদের করোনাকালের যাবতীয় ফি মওকুফের দাবি জানানো হয়।
শাখা ছাত্র মৈত্রীর স্বারকলিপিতে বলা হয়, প্রায় দেড় বছর ধরে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা হলে অবস্থান করেনি। আবার পরিবহন সেবাও গ্রহণ করেনি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ৭৫ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক হওয়ায় তারা ক্যাম্পাস পার্শ্ববর্তী, কুষ্টিয়া ও ঝিনাইদহ এলাকায় মেস ও বাসাভাড়া নিয়ে অবস্থান করে। মহামারিকালে অধিকাংশ শিক্ষার্থীদের পরিবার আর্থিক অস্বচ্ছলতার মধ্যে দিনযাপন করছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের উপর আরোপিত ফি হচ্ছে মরার উপর খাড়ার ঘা।
তারা আরও বলেন, করোনায় অস্বচ্ছল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের জন্য আমরা দাবি জানালেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাতে সাড়া দেয়নি। তাই সার্বিক বিবেচনায় শিক্ষার্থীদের সকল ফি মওকুফের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের হল, পরিবহন ও বিভাগীয় আনুষাঙ্গিক ফি মওকুফের দাবি যৌক্তিক। বিষয়টি নিয়ে ভিসি স্যারের সাথে কথা হয়েছে। স্যার বিষয়টি নিয়ে ভাবছেন এবং পজিটিভলি নিয়েছেন। পুরো ফি মওকুফ করতে না পারলেও বিশ্ববিদ্যালয়ের সামর্থ্য অনুযায়ী কনসিডার করা হবে।