ঢাকাঃ বিশ্ব রক্ত দাতা দিবস উপলক্ষে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সরকারি বাঙলা কলেজ শাখার উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করে।
আজ ১৪ জুন বিশ্ব রক্ত দাতা দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টার দিকে সরকারি বাঙলা কলেজে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সরকারি বাঙলা কলেজ শাখা সুবিধাবঞ্চিত শিশু ও ক্যাম্পাস শিক্ষার্থীদের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী বাস্তবায়ন করে। এছাড়াও আলো এ্যাপস সম্পর্কে ধারণা প্রদানও ডোনার তালিকা সংগ্রহ করে।
করোনার দুর্যোগ সময়েও সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের কর্মীরা তাদের কার্যক্রম যথাসাধ্য করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবং যথাসম্ভব ব্লাড যোগাড় করে দিচ্ছে। এটি সম্ভব হয়েছে মূলত স্বেচ্ছা রক্তদাতার কারনেই। তবে তাদের পাশাপাশি সুস্থ সচেতন আরও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার প্রয়োজন। কারণ মুমূর্ষু মানুষের রক্তের চাহিদা অনেক।
ব্লাড গ্রুপ নির্নয় এবং বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজ শাখার সভাপতি ইহতি শামুন, সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম এবং বিজ্ঞান ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম সহ সংগঠনটির কর্মীবৃন্দ।
উল্লেখ্য, মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই স্লোগানকে বুকে ধারণ করে ২০১৫ সালে জানুয়ারি মাস থেকে পথচলা শুরু করে সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন।