এম.বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মে ২৪, ২০২১, ০১:২৯ পিএম
ছবি: সংগৃহীত
স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আন্দোলনে নেমেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। এ দাবিতে সোমবার (২৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধন করেছে তারা। এসময় দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বাস, লঞ্চ ট্রেন, হোটেল, রেস্টুরেন্ট, শপিংমলসহ সব চলে। করোনা কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে? দেশের সব এগিয়ে যাচ্ছে, শুধু পিছিয়ে যাচ্ছি আমরা। শিক্ষার্থীরা পিছনে পড়লে দেশ এগিয়ে যাবে কীভাবে? শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড ভেঙ্গে যাওয়া শুরু করেছে। সর্বাত্মক লকডাউন দিয়ে সব বন্ধ রাখলে আমরাও ঘরে থাকবো। কিন্তু সব চলবে, আমরা ঘরে বসে থাকবো, এ হতে পারেনা।’
আন্দোলকারীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমরা কাঠের ঢেঁকি হয়ে আসিনি। নায্য দাবি নিয়ে এসেছি। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা চাই অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিকসহ অন্য দাবিগুলো মেনে নিন। অন্যথায় কঠোরতর আন্দোলনে যেতে বাধ্য হবো।’