ইবির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশনা

এম.বি রিয়াদ, ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মে ১৯, ২০২১, ১১:৩৭ এএম
ফাইল ফটো

কুষ্টিয়াঃ করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৫ মে-এর মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেননি তাদেরকে সংযুক্ত Google Form অনুযায়ী অবশ্যই ইংরেজিতে জাতীয় পরিচয় পত্রের নম্বরসহ জরুরী ভিত্তিতে আগামী ২৫ মে-এর মধ্যে রেজিস্ট্রেশন করতে অনুরােধ করা হলো। রেজিস্ট্রেশন লিংক-(https://bit.ly/3wfsSHZ)

ইতােমধ্যে বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন বা ভ্যাকসিন গ্রহণ করেছেন তাদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।