চট্টগ্রাম: বিশ্ববিদ্যালয় (চবি) ২০-২১ সালের শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানো হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদনের চলমান এ প্রক্রিয়া অব্যাহত থাকবে আগামী ৭ মে পর্যন্ত।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ডিনস ও ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান আগামী নিউজকে বলেন, চলমান লকডাউনের কারণে ভর্তি প্রক্রিয়া পাঁচদিন পেছানো হয়। এরপরে লকডাউন অব্যহত থাকায় ও অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে আগামীকাল (৩০ এপ্রিল) শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করার সময় নির্ধারণ করা হলেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারনে ভর্তি পরীক্ষার সময় বাড়ানো হলো।
আগামীনিউজ/নাহিদ