ঢাকাঃ দেশে মহামারি করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে আসায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও অবিভাবকেরা। তবে শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলবে সে ব্যাপারে কিছু জানা না গেলেও ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি শেষ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। করোনা পরিস্থিতি আমাদের বলে দেবে যে আমরা কি ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা শেষে নাকি মার্চে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবো।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন করে ক্লাস নেয়া হবে। ইতোমধ্যে এ ব্যাপারে সংক্ষিপ্ত সিলেবাসও প্রকাশ করা হয়েছে। এছাড়াও আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য সিলেবাসও কমানো হতে পারে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ছয়দিন করে ক্লাস নেয়া হলেও বাকিদের একদিন করে ক্লাস নেয়া হবে।
দেশে মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে গত ১১ মার্চ দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার। এরপর সেই ছুটি কয়েক দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি এই ছুটি আরো একদফা বাড়তে পারে বলেও গুঞ্জন রয়েছে।
এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রস্তুতি প্রায় শেষ।
আগামীনিউজ/এএইচ