১৩তম গ্রেড পাচ্ছেন সব প্রাথমিক শিক্ষক

ডেস্ক রিপোর্ট জানুয়ারি ৩১, ২০২১, ০৮:২৬ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষককে ১৩তম বেতন গ্রেড প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতাও শিথিল করা হয়েছে।

রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে আদেশ জারি করেছে। এতে স্বাক্ষর করেন উপসচিব আব্দুল আউয়াল।এর আগে ১৯ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন- অনুবিভাগ বাস্তবায়ন-১ অধিশাখার উপসচিব রওনক আফরোজা সুমা এতে স্বাক্ষর করেন।

আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ জারির পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের মধ্যে যারা এখনো কর্মরত আছেন তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক বেতনগ্রেড নির্ধারণে অর্থ বিভাগের সম্মতি জ্ঞাপন করা হলো।

এ বিষয়ে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. শামছুদ্দিন মাসুদ বলেন, সরকারি কোন পরিপত্র জারি করা হলে পৃষ্ঠাঙ্কন (অনুমোদন) প্রয়োজন হয়। ১৩তম গ্রেডের বিষয়ে যা আজ প্রকাশ করা হলো। এর ফলে সব শিক্ষক ১৩তম গ্রেডে বেতন পাওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, খুব শিগগিরই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে সহকারী শিক্ষকদের জন্য ১১তম গ্রেড ঘোষণা করতে হবে। না হলে শিক্ষকরা তাদের দাবি আদায়ে সচেষ্ট থাকবেন।

আগামীনিউজ/নাসির