ঢাকাঃ অনুমোদন দেয়া হয়েছে আরেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের। ‘আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’ নামে বিশ্ববিদ্যালয়টি সিলেট সদরের টুলটিকর ইউনিয়নের টিবি গেইটে নির্মিত হবে।
বিশ্ববিদ্যালয়টি নির্মাণ ও পরিচালনার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
গতকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক অনুমতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা আহমদ আল কবিরকে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম সম্পর্কিত একটি পরিকল্পনা প্রণয়ন করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে অনুমোদন নিতে হবে।
দেশের প্রথম বেসরকারি কারিগরি বিশ্ববিদ্যালয় হচ্ছে ‘আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি’। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে এর শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে দেশে বেসরকারি উদ্যোগে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হলেও কোনো কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি। নতুন এই বিশ্ববিদ্যায়লকে নিয়ে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াল ১০৭টি।
শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট আপনার আশে-পাশে ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।
আগামীনিউজ/আশা