আর কোনো প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের সুযোগ নেই

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৬, ২০২০, ১১:৩৪ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনো সুযোগ নেই জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

আজ রবিবার (০৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

জাতীয়করণের জন্য আর কোনো প্রস্তাব বিবেচনা করার সুযোগ নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোথাও প্রাথমিক বিদ্যালয় স্থাপন করার প্রয়োজন হলে সরকার স্থাপন করে শিক্ষক নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তিন ধাপে জাতীয়করণ করা হয়েছে। এসব বিদ্যালয়ে এক লাখ ৪ হাজার শিক্ষককে আত্তীকরণ করা হয়েছে। সার্বজনীন ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে কোনও এলাকায় প্রাথমিক বিদ্যালয় প্রয়োজন হলে সরকার নিজ উদ্যোগে স্থাপনসহ শিক্ষক নিয়োগ করবে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আর কোনও প্রস্তাব মন্ত্রণালয়ে বিবেচনা করার সুযোগ নেই।’

 

শিক্ষা ও শিক্ষাঙ্গনের সব খবর সবার আগে জানতে আগামী নিউজ ডট কম এর সাথেই থাকুন। শিক্ষা এবং শিক্ষা সংশ্লিষ্ট  আপনার আশে-পাশে  ঘটে যাওয়া যে কোন খবর আমাদেরকে ইমেইল করুন। আর চোখ রাখুন আগামী নিউজ ডট কম এর শিক্ষা পাতায়।

আগামীনিউজ/আশা