প্রাথমিক শিক্ষা অধিদফতর ঘেরাও

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২০, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকাঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরীরা, রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনের সড়কে বেতন বৈষম্য নিরসন ও চাকরি জাতীয়করণসহ ৩ দফা দাবিতে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। 

আজ সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার দপ্তরি কাম প্রহরীরা শিক্ষা অধিদফতর ঘেরাওসহ, সড়কে অবস্থান নিয়ে ৩ দফা দাবিতে স্লোগান দিচ্ছেন। 

ফলে, ওই এলাকার সড়কগুলো বন্ধ হয়ে গেছে। সড়কগুলোতে দেখা যানজট দেখা দিয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

আগামীনিউজ/এএইচ