বাগেরহাটে ১৬৮৫ শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর ভাষণ 

বাগেরহাট প্রতিনিধি মার্চ ৭, ২০২০, ০৪:২৬ পিএম

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাগেরহাটের সব শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বঙ্গবন্ধুর ভাষণ পাঠ করেছে শিক্ষার্থীরা। 


শনিবার (৭ মার্চ) বেলা ১১টায় জেলার ১ হাজার ৬৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থী একযোগে এ ভাষণ পাঠ করে। এর মধ্যে ৫২৩টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (মাদ্রাসা, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ও ১ হাজার ১৬২ প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

ভাষণ পাঠের পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা সভা ও  বঙ্গবন্ধুর ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

বাগেরহাট জেলা সরকারি বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এছাড়া বাগেরহাট কামিল মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম। 

এসময় অধ্যক্ষ আবুল কালাম শেখ, উপাধ্যক্ষ শেখ আমজাদ হোসেন, শিক্ষক শুকুর আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

এদিকে ৭ই মার্চ উপলক্ষে সকালে বাগেরহাট শহরের রেল রোডস্থ বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। 

আগামীনিউজ/হাসি