৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিল তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি

তিতুমীর কলেজ প্রতিনিধি মার্চ ৬, ২০২০, ০৭:৪৫ পিএম

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) বেসিক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) দিনব্যাপী চলা এ প্রশিক্ষণ শুরু হয় সকাল নয়টায়।এতে অংশ নেয় তিতুমীর কলেজের  বিভিন্ন বিভাগের অন্তত তিনশ শিক্ষার্থী। কর্মশালার উদ্বোধন করেন দৈনিক বাংলাদেশ জার্নালের সম্পাদক সাংবাদিক শাহজাহান সরদার।

কর্মশালার উদ্বোধনীর সময় শাহজাহান সরদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘যারা সাংবাদিকতা করতে চান তাদের লেগে থাকতে হবে। ধৈর্য ধরতে হবে। সাংবাদিকতা করতে হলে অবশ্যই দায়িত্বশীল হতে হবে। সঠিকভাবে সঠিক তথ্য তুলে ধরতে হবে।’

তিতুমীর কলেজের অধ্যক্ষ আশরাফ হোসেন বলেন, ‘আগামী দিনে যারা সাংবাদিকতা করতে চায় তাদের প্রতি আমার শুভকামনা থাকবে। পাশাপাশি সত্য সংবাদ প্রচার এবং মিথ্যা সংবাদ প্রচার না করার বিষয়টিও  মেনে চলতে হবে।’

দিনব্যাপী এ কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যলয়ের প্রভাষক মনিরা পারভীন, এটিএন বাংলার প্রতিনিধি মাইনুল আহসান, বিডিনিউজটুয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ওবায়দুর মাসুম, যুগান্তরের সহ-সম্পাদক জাকারিয়া বিন ইউসুফ।

সতিকসাস সভাপতি শামিম হোসেন শিশির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাব্বির আহমেদের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশক গাজী আহমেদ উল্লাহ, তিতুমীর কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মালেকা আক্তার চৌধুরী, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল প্রমুখ।

আগামীনিউজ/রাকিব