‘ল্যাব ব্যতীত ইঞ্জিনিয়ার, তামাশা কত আর’

ফেব্রুয়ারি ২৫, ২০২০, ০১:০৭ পিএম

ময়মনসিংহ : পর্যাপ্ত ল্যাব ও শ্রেণিকক্ষের দাবিতে আন্দোলনে নেমেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ও প্রকৌশল (ইএসই) বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তাদের হাতে ‘ল্যাব ব্যতীত ইঞ্জিনিয়ার, তামাশা কত আর’, ‘আর আশ্বাস মানি না, ক্লাসরুম ছাড়া যাচ্ছি না’ স্লোগানসহ বিভিন্ন প্রতিবাদী লেখা দেখা যায় প্ল্যাকার্ডগুলোতে।

জানা গেছে, ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগটি চালু হওয়ায় বর্তমান ব্যাচ সংখ্যা পাঁচটি। পাঁচ ব্যাচে প্রায় ২০০ শিক্ষার্থী থাকলেও শ্রেণিকক্ষ মাত্র দুটি। ল্যাব নেই একটিও। অন্য একটি কক্ষে অনেক সমস্যা নিয়ে ল্যাব ক্লাস করতে হয় শিক্ষার্থীদের।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী হয়েও একটা ভালো ল্যাব নেই। এটি ভাবতেও অবাক লাগে। ২০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি শ্রেণিকক্ষ থাকায় ঠিকভাবে ক্লাস করতেও সমস্যা হয়। এই অবস্থায় আর আশ্বাস নয়, পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করেই আমরা এখান থেকে উঠব।

আগামীনিউজ/মিজান