ঢাকাঃ ব্র্যাক ব্যাংক লিমিটেড চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদী মিয়া বাজার উপশাখার ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ক্যাশ ইনচার্জ মো. হারুনুর রশিদের (২৯) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২১ জুন) দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হারুনুর রশিদের বাড়ি চন্দনাইশ উপজেলার হাশিমপুর এলাকায়। তার বাবার নাম আবদুল মজিদ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক আতিকুল আলম।
দুদক সূত্র জানায়, গত ৩১ মে ব্র্যাক ব্যাংকের বাঁশখালী জলদী মিয়া বাজার উপশাখার সাব ব্রাঞ্চ ইনচার্জ মো. শহিদুল ইসলাম থানায় অভিযোগ দায়ের করেন, অভিযুক্ত কর্মকর্তা হারুনুর রশিদ ব্যাংক থেকে অবৈধ উপায়ে ১২ লাখ টাকা নিয়ে নিয়েছেন। নানা সময়ে অবৈধভাবে এসব টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ধরনের অপরাধ দুদকের তফসিলভুক্ত হওয়ায় থানা পুলিশ বিষয়টি নিয়ে জিডি দায়ের করে দুদককে অবহিত করেন। পরে দুদক ঘটনাটি নিয়ে অনুসন্ধান করে। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় আজ (বুধবার) মামলাটি দায়ের করে দুদক।
এমআইসি