পতনে চলছে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ২১, ২০২০, ১২:০৫ পিএম

ঢাকা : প্রধানমন্ত্রীর তদারকিতে শেয়ারবাজার পতন থেকে ফিরতি উত্থানের দুদিনের মাথায় মঙ্গলবার (২১ জানুয়ারি) আবার পতন দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুতে ৫০ পয়েন্ট হারায় দেশের প্রধান শেয়ারবাজার। দুই ঘণ্টা পর বেলা সাড়ে ১১টায় তা ২১ পয়েন্ট হারিয়ে ৪৪১২ পয়েন্টে অবস্থান করছে। 

একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

জানা গেছে, শেয়ারবাজার বড় ধরনের ধসের কবলে পড়লে গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপর শেয়ারবাজার উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা বলে বিএসইসি।

ফলে গেল দুই কার্যদিবস বাজার পরিস্থিতি তেজিভাব লক্ষ্য করা গেছে। কিন্তু মঙ্গলবার বাজার পরিস্থিতি নেতিবাচক রূপ নিয়েছে। 

উল্লিখিত সময়ে মাত্র ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে। কমেছে ২১১টির, অপরিবর্তিত রয়েছে ৫৩ কোম্পানির শেয়ার। 

আগামী নিউজ/জেএস/ হাসি/এনএনআর