ঢাকাঃ সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ৯১ শতাংশে দাঁড়িয়েছে। গত সেপ্টেম্বরে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১০ শতাংশ। একই সময়ে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি সূচক বেড়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। অক্টোবরে মজুরি হয়েছে ৬ দশমিক ৯১ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এসব তথ্য জানিয়েছেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) আজকের সভায় ৩ হাজার ১৮১ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৩ হাজার ৩৯২ কোটি ৩৩ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৩২২ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা।
এনইসি সম্মেলন কক্ষে সশরীরে উপস্থিত হয়ে সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এসময় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা উপস্থিত ছিলেন।
মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সেপ্টেম্বর মাসে ৯ দশমিক ১০ ছিল, অক্টোবরে কমে ৮ দশমিক ৯১ শতাংশ হয়েছে। প্রায় ০ দশমিক ২ শতাংশ কমেছে। আমাদের কথা ফলে গেছে। শুধু মূল্যস্ফীতি নয়, ব্যক্তি আয় বেড়েছে। গত মাসে মজুরি সূচক ছিল ৬ দশমিক ৮৬, এখন বেড়ে ৬ দশমিক ৯১ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি কমেছে, সামনে আরও কমবে।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমি বলেছিলাম মূল্যস্ফীতি কমবে, সেটাই হয়েছে। আশা করি সামনে আরও কমবে। বর্তমানে উৎপাদন ব্যাহত হলে শর্টেজ আসবে। আমরা কঠিন সময়ের ভেতর দিয়ে যাচ্ছি। সারা বিশ্ব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। নানা সমস্যার পরও প্রবৃদ্ধি ইতিবাচক অবস্থায় আছে। আমন গোল্ডেন হচ্ছে এটা উঠে যাবে। মাঠে ভালো ফসল আছে, এটা ঘরে এলে সামনে মূল্যস্ফীতি আরও কমবে।
বুইউ