ওয়াসার এমডি তাকসিমের ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৫, ২০২২, ০২:২২ পিএম

ঢাকাঃ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী তাকসিম এ খানের সব ধরনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। একইসঙ্গে তার পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

বুধবার (২৪ আগস্ট) মানিলন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

চিঠিতে তাকসিম এ খানের জাতীয় পরিচয়পত্র নম্বর- ২৬৯৬৫৩৬০৯০৩৪৪, পাসপাের্ট নম্বর- ই০০২৩২৮৩, ওসি২২৬০৩৫২, ওসি৭০৭২৬২৬, জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাকসিম এ খানের পরিবারের সদস্যদের বর্তমানে ও আগে পরিচালিত ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য ও দলিলাদি ও শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী পাঁচ কার্যদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে।   

বিএফআইইউয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। এসবের মধ্যে রয়েছে- প্রকল্প ব্যয় বাড়ানো, ঠিকাদার সিন্ডিকেটের মাধ্যমে ঘুস বাণিজ্য, উৎকোচ নেওয়া, পছন্দের লোককে চুক্তিভিত্তিক নিয়োগ, অপছন্দের লোককে ওএসডি করা ইত্যাদি।

দেশের চারটি ওয়াসার মধ্যে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ এবং খুলনা ওয়াসার এমডি মো. আবদুল্লাহ ২০০৯ সাল থেকে দায়িত্বে রয়েছেন।

এমবুইউ