গাইবান্ধাঃ জেলার নদ-নদীর বুকে জেগে উঠা অসংখ্য বালুচরে বাদাম চাষ করে দিনবদলের স্বপ্ন দেখছেন চরাঞ্চলের কৃষকগণ। বাদামের ফলন ভাল হওয়ার ফলে চরাঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটেছে।
জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, লাচামারেরচর, কাপাসিয়ারচর, ভাটি বড়ালেরচর, চরহরিপুর, পুটিমারীরচর, চরচরিতাবাড়ী, ফুলছড়ি উপজেলার রতনপুর, এরেন্ডাবাড়ীরচরসহ বিভিন্ন চরে চলতি মৌসুমে বাদামের বাম্পার ফলন হয়েছে। ধু-ধু বালুচরে চারদিকে নজর কাড়ছে সবুজের সমাহার। তিস্তা, ব্রক্ষপুত্র, ঘাঘট, যমুনা ও করতোয়াসহ বিভিন্ন নদ-নদীর বুকে জেগে উঠেছে শতাধিক বালুচর। এসব চরে বসবাস করে কয়েক লাখ মানুষ।
চরাঞ্চলের মানুষের জীবন জীবিকা নির্ভর করে বিভিন্ন ফসলের উপর। কৃষি ফসলেই তাদের জীবন জীবিকার চালিকা শক্তি। চলতি মৌসুমের ভুট্টা, মরিচ, আলু, বেগুন, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন ফসলের পাশাপাশি সহস্রাধিক হেক্টক জমিতে বাদাম চাষ করেছে।
কৃষক মমিন মিয়া বলেন, চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে তিনি বাদাম চাষ করেছে। এ ফসলে তেমন খরচ নেই। শুধু বীজ ও শ্রমিকের খরচ। অল্প খরচে অধিক লাভ করা যায় বাদাম চাষে।
আরেক কৃষক আব্দুল হামিদ বলেন, ৩৩ শতাংশ জমিতে বাদাম চাষ করতে খরচ হয প্রায় ৪ হাজার টাকা। ফলন ভাল হলে বাদাম উৎপাদন হয় ৮ থেকে ১০ মণ। যার বাজার মূল্য ১৩ থেকে ১৫ হাজার টাকা।
আগামীনিউজ/এএইচ