ঢাকাঃ আগামী মার্চের প্রথম সপ্তাহে যানবাহনে ব্যবহৃত সব ধরনের অনুমোদনহীন টায়ার বিক্রি বন্ধ হচ্ছে। শুধু তা-ই নয়, পানির জার ও বোতল, আলুর চিপস, তরল ডিটারজেন্ট, তরল হ্যান্ডওয়াশ, মেহেদিসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া, বিক্রয়, বিতরণ ও বাণিজ্যিক বিজ্ঞাপন করা হলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
সম্প্রতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সূত্রে জানা গেছে, গত ৩১ জানুয়ারি ৪৩টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক তালিকায় যুক্ত করে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ওই প্রজ্ঞাপন জারির দুই মাস পর থেকে আদেশটি কার্যকর হবে বলে বিএসটিআই সূত্রে জানা গেছে। অর্থাৎ যেসব পণ্য বাধ্যতামূলক তালিকায় স্থান পেয়েছে সেগুলো আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে বিক্রয়, বিতরণ ও অনুমোদনহীন বিজ্ঞাপন প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।
জানা গেছে, গত বছরের ২৫ অক্টোবর বিএসটিআইয়ের ৩৪তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে ৪৩টি পণ্য বাধ্যতামূলক পণ্যের তালিকায় আনার জন্য কাউন্সিলে প্রস্তাব পাঠানো হয়। ওই কাউন্সিলে তা অনুমোদনও হয়। তবে গ্যাজেট প্রকাশ এবং প্রকাশের পর নির্ধারিত সময় অতিক্রম না হওয়া পর্যন্ত বিএসটিআই এ-সংক্রান্ত কোনো আইনি পদক্ষেপ নিতে পারবে না।
আগামীনিউজ/এএইচ