উৎপাদন খরচও উঠছে না আগাম পেঁয়াজ চাষীদের

অনিক শিকদার ফেব্রুয়ারি ৪, ২০২১, ০১:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

রাজবাড়ীঃ জেলার বালিয়াকান্দির বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে নতুন মুড়িকাটা পেঁয়াজ।  তবে বেশি দামের আশায় বাজারে নতুন পেঁয়াজ আনলেও উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম থাকায় হতাশায় প্রান্তিক এই পেঁয়াজ চাষীরা। 

বালিয়াকান্দি কৃষি অফিস সূত্রে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১১শত হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হয়।

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, ভোর থেকেই কৃষকেরা তাদের উৎপাদিত মুড়িকাটা পেঁয়াজ বাজারে নিয়ে এসেছে। কিন্তু বাজার দর কম থাকায় তারা বেশ হতাশ। তাদের অভিযোগ এবার পেঁয়াজ চাষ করতে যে খরচ হয়েছে তা প্রতি বছরের তুলনায় অনেক বেশি।

জামালপুর বাজারের পেঁয়াজ চাষি প্রাণেশ বিশ্বাস আগামী নিউজকে বলেন, এ বছর এক একর জমিতে মুড়িকাটা পেঁয়াজ উৎপাদনের খরচ হচ্ছে প্রায় ১৫০০টাকা পর্যন্ত। এর মধ্যে বেশির ভাগ টাকা পেঁয়াজের বীজ এবং শ্রমিক বাবদ খরচ হয়েছে। বর্তমানে বাজারে ১১০০টাকার বেশি দাম হচ্ছে  না। প্রতি মণ  পেঁয়াজে ক্ষতি হচ্ছে ৪শত টাকার মতো।

জঙ্গল বাজারের ব্যবসায়ী যুধিষ্টির মন্ডল বলেন, আমি প্রতি হাটে ৫০মণ পেঁয়াজ ক্রয় করে থাকি। আমরা ঢাকায় কত করে বিক্রি করতে পারব সে মাফিক আমরা পেঁয়াজ ক্রয় করে ঢাকা পাঠাই। প্রতি মণে আমাদের ৫০টাকার মতো লাভ থাকে।

জানতে চাইলে বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, মুড়িকাটা পেঁয়াজে কৃষকদের ক্ষতি হচ্ছে সেকথা বলা যাবে না। তবে এ বছর বালিয়াকান্দিতে অনেক মুড়িকাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে। যে কারণে কৃষকেরা ক্ষতিগ্রস্থ হবে না। তবে দামের বিষয়টি নিয়ে আগামী উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা  করা হবে।

আগামীনিউজ/এএইচ