ঢাকাঃ টানা ঊর্ধ্বমুখী থাকার পর গত বৃহস্পতিবার থেকে পুঁজিবাজারে সহনীয়ভাবে কারেকশন শুরু হয়েছে। তবে আজ সোমবার বড় ধরনের কারেকশন হয়েছে উভয় বাজারে। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ২২৮ পয়েন্ট। আজ উভয় বাজারে টাকার অংকে লেনদেনের কমেছে পরিমাণ।
গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১২ পয়েন্টে। লেনদেন হয় ৯৭৭ কোটি ৫৮ লাখ টাকা।
সূচকের নিম্নমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস প্রথম দুই ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে ৫ হাজার পয়েন্টের নিচে নেমে এসেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৮ পয়েন্ট।
ডিএসইতে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হয়েছে ৩৩০ কোটি টাকার। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১৭৫টির, অপরিবর্তিত আছে ৪৯টির দর।
লেনদেনের শুরু থেকেই আজ সূচক কমতে দেখা যাচ্ছে ডিএসইতে। সকালে লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে ডিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট কমে যায়। পরে অবশ্য সে অবস্থা থেকে কিছুটা উঠে আসে সূচক।
আগামীনিউজ/মিথুন