সবজির বাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১২, ২০২০, ১১:১৯ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ সবজির আগুন ঝরা দামে নাজেহাল ক্রেতারা। গত দুই সপ্তাহের চেযে বাজারে সবজির সরবরাহ আগের চাইতে বাড়লেও দাম কমেনি। বরং কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি।

গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) রিয়াজউদ্দিন বাজার, কাজীর দেউরী, চকবাজার কাঁচাবাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

প্রতিকেজি মিষ্টি কুমড়া ৩৫ টাকা, শসা ৪৫ টাকা, বরবটি ৪০ থেকে ৫০ টাকা, বাজার ভেদে গাজর ৮০ থেকে ১০০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, টমেটো ৮০ থেকে ৯০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে গত সপ্তাহের মতো বিক্রি হচ্ছে মাছ। বাজারে প্রতিকেজি তেলাপিয়া ১২০ টাকা, কাতলা ২০০ থেকে ২৫০ টাকা, লইট্যা ১০০ টাকা, রুই ১২০ টাকা, ইলিশ ৭০০ থেকে ৮০০ টাকা, চিংড়ি ৫০০ টাকা, রূপচাঁদা ১২শ টাকায়।

মাংসের দামেও গত সপ্তাহের মতো রয়েছে। বাজারে প্রতিকেজি গরুর মাংস ৬০০ থেকে ৭০০ টাকা, খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১২০ টাকা, সোনালী ২৪০ থেকে ২৫০ টাকা, দেশি মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকা, লেয়ার ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আগামীনিউজ/জেহিন