সূচকের বড় উত্থান

অর্থনৈতিক ডেস্ক আগস্ট ২০, ২০২০, ০১:৪৭ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকাঃ টানা দুই কার্যদিবস বড় দরপতনের পর গতকাল বুধবার (১৯ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণও।

এর আগে গত সোমবার ও মঙ্গলবার শেয়ারবাজারে বড় দরপতন হয়। সোমবার ডিএসইর প্রধান সূচক কমে ৭৪ পয়েন্ট। আর মঙ্গলবার কমে ৬৪ পয়েন্ট। অর্থাৎ দুদিনে ১৩৮ পয়েন্ট হারায় ডিএসইর প্রধান সূচক।

পরপর দুই কার্যদিবসে এমন বড় দরপতনের পর গতকাল লেনদেনের শুরুতেই সূচকের বড় উত্থানপ্রবণতা দেখা দেয়। প্রথম ২০ মিনিটে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৯৮ পয়েন্ট বাড়ে। এক পর্যায়ে সূচকটি ১০৮ পয়েন্ট পর্যন্ত বাড়ে।

তবে লেনদেনের শেষদিকে এসে সূচকটি কিছুটা নিম্নমুখী হয়। এরপরও বড় উত্থান দিয়ে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৯১ পয়েন্টে ঠেকে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৫ পয়েন্টে অবস্থান করছে।

সূচকের এমন বড় উত্থান হলেও এদিন যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তারও বেশি। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৪৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৬৬টির এবং ৪১টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে সূচকের বড় উত্থানের সঙ্গে ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে এক হাজার ১৪৯ কোটি ৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় এক হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা। সে হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৯৬ কোটি ৫৪ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৯৩ কোটি ৬৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৬৫ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৯ কোটি ৫৯ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, বারাকা পাওয়ার, খুলনা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন এবং এমএল ডাইং।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ২২০ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৩৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮২টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩২টির এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে।

আগামীনিউজ/এএইচ