দাম কমেছে ব্রয়লার মুরগির 

নিজস্ব প্রতিবেদক ‌ জুলাই ২০, ২০২০, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: কোরবানির ঈদ আসতে আরো সপ্তাহখানেকের বেশি সময় বাকি। এরিমধ্যে দফায় দফায় কমছে ব্রয়লার মুরগির দাম। চলতি সপ্তাহে দুদফা দাম কমে ব্রয়লার মুরগির কেজি ১২৫ টাকায় নেমেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ট্রেডিং করপোরেশন অব বংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

টিসিবি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩৫ টাকা। এর মাধ্যমে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কমেছে ৩ দশমিক ৭০ শতাংশ।

এ প্রসঙ্গে ব্যবসায়ীরা জানান, কোরবানির ঈদ কাছাকাছি চলে আসায় এখন ব্রয়লার মুরগির চাহিদা কমেছে। যে কারণে দামও কমেছে। 

আগামীনিউজ/এমআর