গভর্নরের মেয়াদ বাড়াতে সংসদে বিল

নিজস্ব প্রতিবেদক জুলাই ৮, ২০২০, ০৭:২৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদে থাকার বয়সসীমা বাড়াতে জাতীয় সংসদে বিল উঠেছে। বিলটি পাস হলে বর্তমান গভর্নর ফজলে কবিরকে তার পদে আরো দুই বছর রাখার সুযোগ তৈরি হবে। আগামীকাল বৃহস্পতিবার (০৯ জুলাই) বিলটি পাস হওয়ার সম্ভাবনা হয়েছে।

বুধবার (০৮ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ ব্যাংক অর্ডার’ সংশোধন করতে ‘বাংলাদেশ ব্যাংক অর্ডার (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২০’ সংসদে তোলেন। পরে তা সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

বিদ্যমান আইনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী ৬৫ বছরের বেশি বয়স হলে কেউ গভর্নর পদে থাকতে পারবেন না। বিদ্যমান আইনে গভর্নর পদে ফজলে কবিরের মেয়াদ বৃদ্ধির সুযোগ নেই। কিন্তু সরকার যেহেতু তাকে রাখতে চাইছে, সে কারণেই আইন সংশোধনের প্রয়োজন হলো। আর এটা হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা।

আগামীনিউজ/এমআর