ঢাকা: সংস্কার ও আধুনিকায়নের জন্য রাষ্ট্রায়ত্ত সব পাটকলের উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, তার আগেই শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেওয়া হবে।
বৃহস্পতিবার (০২ জুলাই) বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক ব্রিফিংয়ে মুখ্য সচিব আহমদ কায়কাউস সরকারের এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। এর আগে, সকালে গণভবনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে শ্রমিকদের শতভাগ পাওনা পরিশোধের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এর মধ্যেই একইদিনে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মো: ইমরান আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব পাটকলে কর্মরত শ্রমিকদের পাওনা সংক্রান্ত বিধিমালা ও পরিমাণ জানানো হয়।
আগামীনিউজ/ টিআইএস/এমআর